‘মন্ত্রীরা আইয়ুব-ইয়াহিয়ার ভাষায় কথা বলছে’

ডেস্ক রিপোর্ট : শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে জনগণ হরতাল পালন করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা আইয়ুব খান ও ইয়াহিয়ার ভাষায় কথা বলছে। গাড়ি ভাংচুর ও সহিংসতার উস্কানিদাতা হিসেবে সরকারকে চিহ্নিত করা যায় দাবি করে তিনি বলেন, তারা গণতন্ত্রকামীদের সন্ত্রাসী বলছে।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, যুবলীগ ও ছাত্রলীগ মারমুখী আচরণ করছে। তারা আমাদের দাঁড়াতেই দিচ্ছে না।
তিনি অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কাউকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। হরতালকে কেন্দ্র করে এ পর্যন্ত ৬০/৭০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়াও সরকারি লোকদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
গণহত্যা বন্ধ, নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে সকল সমস্যার সমাধান হবে বলেও মত দেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। জনগণের আন্দোলন সরকার দমাতে পারবে না বলেও জানান তিনি।
হরতালে নয়াপল্টনের সড়কে যান চলাচল কম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি রয়েছে।