স্পিকার হচ্ছেন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ?

স্পিকার হচ্ছেন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ?এম. মছব্বির আলী : মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ কি সংসদের স্পিকার হতে যাচ্ছেন। ‘কে হচ্ছেন স্পিকার’ শিরোনামে সোমবার একটি দৈনিকের ১ম পাতায় একটি সংবাদ প্রকাশ হলে চিফ হুইপের নির্বাচনী এলাকা কমলগঞ্জ-শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলা জুড়ে ব্যাপক আলাপ-আলোচনা হয়েছে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে। রাষ্ট্রপতি পদে আবদুল হামিদ অ্যাডভোকেট চুড়ান্ত হওয়ার পর কে হচ্ছেন জাতীয় সংসদের স্পিকার? এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। তবে স্পিকার কে হবেন শুধু আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন। সম্ভাব্য স্পিকার হিসেবে ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ডঃ শিরীন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবদুুল মতিন খসরুর নাম আলোচনায় রয়েছে। অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট রাষ্ট্রপতি চুড়ান্ত হওয়ায় ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী স্পিকার হবেন শুরুর দিকে এমন কথা শোনা গেলেও মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ডঃ শিরীন শারমিন চৌধুরী, শওকত আলী ও উপাধ্যক্ষ আব্দুস শহীদের নামও আলোচিত হচ্ছে। তবে উপাধ্যক্ষ আব্দুস শহীদকে স্পিকার করে একজন নারী এমপিকে ডেপুটি স্পিকার করার সম্ভাবনাও রয়েছে। সে ক্ষেত্রে ডেপুটি স্পিকার শওকত আলীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে বলে সমকালের খবরে বলা হয়েছে। এ প্রসঙ্গে চিফ হুইপের নির্বাচনী এলাকা কমলগঞ্জের লেখক, গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ বলেন, চার বারের নির্বাচিত চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ স্পিকার হলে একজন অভিজ্ঞ শিক্ষক, দক্ষ পার্লামেন্টারিয়ানের অভিজ্ঞতা থেকে জাতি উপকৃত হবে। কমলগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি সাইয়িদ ফখরুল বলেন, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে স্পিকার করা হলে আব্দুল হামিদ এডভোকেটের যোগ্য উত্তরসূরীই হবেন। কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা বলেন, আমরা আশাবাদী সকল দিক বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ-কেই স্পিকার নির্বাচিত করবেন। সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান বলেন, দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে স্পিকার হলে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি মিলবে। কমলগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা আবু ইব্রাহীম জমসেদ বলেন, দলমত নির্বিশেষে আমরা খুশী হব চিফ হুইপকে স্পিকার নির্বাচিত করলে। কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, সামগ্রিক দিক বিবেচনা করে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে স্পিকার করা হলে আমরা খুশী হব। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ব্যবসায়ী নেতা সৈয়দ মখলিছুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদকে স্পিকার করা হলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হবেন। নারী নেত্রী হাবিবা সুলতানা বিলকিস বলেন, চিফ হুইপকে স্পিকার করলে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন বলেন, সংসদীয় রাজনীতি ও সংসদ পরিচালনায় জাতীয় সংসদের হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ ও বর্তমান সরকার দলীয় চিফ হুইপ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ-কে স্পিকার করা হলে সংসদ পরিচালনায় তিনি দক্ষতার স্বাক্ষর রাখবেন।