বড়লেখায় পিকআপ ভ্যানসহ চোরাই গরু আটক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল, ২০১৩ ৬:২৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি চোরাই গরুসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে থানা পুলিশ। বড়লেখা থানার এসআই হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দ্বিতীয়ারদেহী এলাকা থেকে সোমবার সকালে গরু ও পিকআপ (মৌলভীবাজার-চ-০২-০০৮৩) আটক করেন। এ সময় গরু পাচারকারী ও পিকআপ ভ্যানের চালক এবং হেলপার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। থানা পুলিশ সূত্র জানায়, গরু পাচারকারীরা কুলাউড়া উপজেলার দিলদারপুর গ্রাম থেকে গরুগুলো চুরি করে নিয়ে আসে। বড়লেখা থানার এসআই হারুনুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকের সংবাদ পেয়ে গরুর মালিক বড়লেখা থানা থেকে গরুগুলো জিম্মায় ছাড়িয়ে নিলেও পিকআপ ভ্যান থানায় আটক রয়েছে।