বড়লেখায় লাইসেন্স ছাড়া স্পিরিট বিক্রির অপরাধে ৩ দোকান মালিকের জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল, ২০১৩ ৬:২৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৭৮ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া স্পিরিট বিক্রির অপরাধে ৩ দোকান মালিকের কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমান। সোমবার সকালে ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান চালিয়ে পৌর শহরের উত্তর চৌমুহনা এলাকার একটি ও দড়্গিণভাগ এলাকার ২টি দোকানে লাইসেন্স ছাড়া স্পিরিট বিক্রির অপরাধে জরিমানা করেন।