কুলাউড়ায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজে সংশয়
এম. মছব্বির আলী : কুলাউড়া সংসদীয় আসনভুক্ত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমীক ভবন সমপ্রসারণ ও নির্মাণ কাজ শুরু হবে কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট মহলে। কুলাউড়া উপজেলাভুক্ত বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক স্কুলের একাডেমিক ভবন নির্মাণ ও সমপ্রসারণের জন্য স্থানীয় সংসদ সদস্য ২০১১ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও কাছে ডি.ও লেটার ইস্যু করেছিলেন। সুপারিশ অনুযায়ী স্থানীয় ফ্যাসিলিটিজ বিভাগ টিলাগাঁও উচ্চ বিদ্যালয়, কানিহাটি উচ্চ বিদ্যালয়, বরমচাল উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাবনিয়া হাশিমপুর নিজামিয়া দাখিল মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ ও সমপ্রসারণ সংক্রান্ত সমীক্ষণ রিপোর্টে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠায়। সূত্র মতে সমীক্ষা রিপোর্ট মূল্যায়ন করে প্রতিটি একাডেমিক ভবনের জন্য ৬৩ লাখ টাকা বরাদ্দের অনুমোদন নেওয়া হয়েছে। কিন্তু দাপ্তরিক দীর্ঘসূত্রতা, তদবিরের অভাব এবং অর্থছাড় নিয়ে জটিলতা সৃষ্টি হওয়াতে প্রকল্পগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে এখন পর্যন্ত। এ ব্যাপারে স্থানীয় ফ্যাসিলিটিজ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ বলেন, তাদের যতটুকু করণীয় ততটুকু সম্পন্ন হয়েছে যথানিয়মে। ওপর মহল থেকে বরাদ্দ নিশ্চিত হলে টেন্ডার আহ্বান করা হবে স্বল্প সময়ের মধ্যে। অতঃপর ওয়ার্ক অর্ডার নিশ্চিত হবে। এদিকে সরকারের মেয়াদ ক্রমশ ফুরিয়ে আসায় প্রকল্পগুলো নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে প্রতিটি এলাকায়।