বড়লেখায় অগ্নিদগ্ধ মহিলার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল, ২০১৩ ৬:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৯০ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় অগ্নিদগ্ধ এক মহিলা ২১ এপ্রিল রোববার ওসমানী হাসপাতালে মারা গেছে। নিহতের নাম রোশনা বেগম (৫০)। তিনি উপজেলার হলদিরপার এলাকার আক্রাম আলীর স্ত্রী। জানা যায়, ২০ এপ্রিল বাড়ীর উঠানে খড়কুটো দিয়ে আগুন জ্বালানোর সময় তার শাড়িতে আগুন লাগে। এতে তিনি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে রোববার তিনি মারা যান।