মৌলভীবাজারে বোরো ধান কাটা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে বোরো ধান কাটা শুরু করেছেন মৌলভীবাজারের কৃষকরা। ২১ এপ্রিল রোববার সকালে মৌলভীবাজারের কাউয়াদিঘীর হাওড় পাড়ে কৃষকদের সাথে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটায় অংশ গ্রহণ করেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল জলিল মিয়া। জেলার হাকালুকি, কাউয়াদিঘী, আইল হাওরসহ বিভিন্ন মাঠে অগ্রিম রূপন করা উফশী জাতের বোরো ধান পাকা শুরু হওয়ায় কাটতে মাঠে নেমেছেন কৃষকরা। জেলা কৃষি বিভাগের হিসেবে এ বছর মৌলভীবাজার জেলায় প্রায় ৫৫ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ মেট্রিকটনের ওপরে। তবে উফশী জাত ছাড়া অন্য জাতের বোর ধান এখনো আধা পাকা অবস্থায় রয়েছে। এদিকে এবার ফলন ভালো হলেও উপযুক্ত মূল্য না পাওয়ার আশংকা করছেন কৃষকরা। মাঠদিবস উপলক্ষে ফসল কাটা উৎসবের আনুষ্ঠানিকতা শেষে ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে যাতে ফসল রক্ষা করে ঘরে ধান তুলতে পারেন সে জন্য দোয়া ও মোনাজাত করেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।