প্রস্তাবিত আইনে রয়েছে ইতালিয়ান সিটিজেন আইনে পরিবর্তন ছাড়া ও ইমিগ্রান্টদের জন্য ইতালির স্থানীয় নির্বাচনে ভোট দেয়ার অধিকার দিতে হবে.এছাড়া ১ বছর বৈধভাবে ইতালিতে বসবাসকারী ইমিগ্রান্টদের ইতালিতে জন্ম গ্রহণকারী সন্তান দের কে ইতালিয়ান নাগরিক দিতে হবে। বর্তমান প্রচলিত আইনে ১০ বছর বসবাসকারীর পরিবর্তে ৫ বছর বৈধ বসবাসকারীদের কে ইতালিয়ান নাগরিকত্ব প্রদান করতে হবে। ভোট দেয়ার ক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের মতো ইতালিতে বৈধভাবে ৫ বছর বসবাসকারী নাগরিকদের স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে ভোটার করার আহবান জানানো হয়েছে।
ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে চেম্বার অফ ডেপুটিস এর কাছে আলাদা আলাদা ভাবে প্রস্তাব গুলো জমা দেয়া হয়েছে। সিনেটের ডেমোক্রিট পার্টির সিনেটর লুইজি মানকোনি এবং ফেলেসি কাসসন ইতালিয়ান নাগরিকত্ব আইনের পরিবর্তনের প্রস্তাব জমা দিয়েছেন। এছাড়া সিনেস্ত্রা ইকোলোপিয়া লিবের্তা পার্টি এবং সেলতা সিভিকা আইন পরিবর্তনের ২ টি প্রস্তাব জমা দিয়েছেন।
এদিকে লেগা নর্থ এবং পার্তিতো সোসালিস্তা ১ টি করে আইন পরিবর্তনের প্রস্তাব জমা দিয়েছেন.তবে ইতালিয়ান নাগরিকত্ব আইন পরিবর্তনের জন্য মুভিমেন্তো সিনকুয়ে স্টেল্লা এখনো কোনো প্রস্তাব জমা দেননি।