খালেদা জিয়ার শোক, সাভারে হরতাল শিথিল
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল, ২০১৩ ৫:৫৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৩৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি বহু ভবন ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়রপারসন খালেদা জিয়া।একই সঙ্গে তিনি উদ্ধার কাজ নির্বিঘ্ন করার জন্য দেশব্যাপী বুধবারের হরতাল সাভারে শিথিল করার ঘোষণা দিয়েছেন।
বুধবার সকালে নয়তলা ভবনটি পেছনের দিক থেকে হঠাৎ ধসে পড়তে শুরু করে। এ ঘটনায় ইতোমধ্যেই ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বহু হতাহত হওয়ার আশংকা করা হচ্ছে।