নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু

ডেস্ক রিপোর্ট : নৌপথের চলাচল আরো নিরাপদ করার জন্য বরাবরের মতো এ বছরেও শুরু হয়েছে নৌ-নিরাপত্তা সপ্তাহ। নৌ-নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রশিক্ষিত নৌ জনসম্পদ, পরিবেশ বান্ধব যান-নিরাপদ নৌচলাচলে উন্নয়নের সোপান’। নানা আয়োজনের মাধ্যমে এ নৌসপ্তাহ পালন করছে নৌপরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তর।
বুধবার সকাল ৮টার দিকে রাজধানীর মতিঝিল থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর নেতৃত্ব দেন সমুদ্র পরিবহন অধিদপ্তর মহাপরিচালক কমডোর জোবায়ের আহমেদ।
কমডোর জোবায়ের আহমদ বলেন, পণ্য পরিবহনের সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব মাধ্যম হিসেবে নৌপথের ব্যবহার সৃষ্টির আদি থেকেই। বাংলাদেশেও এর ব্যতয় ঘটেনি। বর্তমানে দেশে প্রায় ১৫ হাজার অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলীয় জাহাজ দেশজুড়ে পণ্য ও যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে। এসব জাহাজ দেশের ৯০ শতাংশ তৈলজাত দ্রব্য ৭০ শতাংশ মালামাল ও ৩০ শতাংশ যাত্রী বহন করে। নৌপরিবহনের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।
সারা দেশেই এ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে।এজন্য বিভিন্ন পোস্টার, ব্যানার ফেস্টুন, স্লোগান সমৃদ্ধ প্লাকার্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী পালনের জন্য স্থানীয় প্রশাসনকেও অনুরোধ করা হয়েছে।
র্যালিটি প্রেসক্লাব ইস্কাটন হয়ে বাংলামটরের বিয়াম ফাউন্ডেশনে এসে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা র্যালিতে অংশ নেন।