বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
একটি দলের একজনের সিদ্ধান্তে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় আমরা বারবার সম্পৃক্ত হতে চেয়েছি। রাষ্ট্রপতির শপথের কোনো আমন্ত্রণপত্র এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। এ বিষয়টি আমাদের কাছে এখনো পরিস্কার নয়। তাছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির সঙ্গেও আলোচনা হয়নি।
তাই এ ব্যাপারে সমর্থন বা বিরোধিতার কোনো সিদ্ধান্ত নেই। পরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা ৩৬ ঘণ্টার হরতালে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন হচ্ছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, হরতাল মানে কারফিউ নয়, যে ঘর থেকে বের হওয়া যাবে না। গাড়ি চলবে না।
তিনি বলেন, হরতালের মাধ্যমে মানুষ এই সরকারের প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করেছে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, কেয়ারটেকার সরকার একটি দলের ইচ্ছায় বাতিল করা হয়েছে। দল নিরপেক্ষ বা কেয়ারটেকার যে নামেই হোক না কেন তা এই সরকারকেই ফিরিয়ে আনতে হবে।
হরতালকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন গ্রেফতার অব্যাহত রয়েছে অভিযোগ করে তিনি বলেন, দলের কেন্দ্রীয় কার্যালয় নির্বিঘ্ন রাখতে নয়াপল্টন এলাকায় কোনো পিকেটিং করা হচ্ছে না।