কুলাউড়ায় এপেক্সের শিক্ষা সামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি : এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৮০৪তম ডিনার সভা অনুষ্ঠিত হলো গত ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুলাউড়ার ফাল্গুনী হোটেল ডিলাক্সে। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৩ বর্ষের সভাপতি এপেঃ শহীদুল ইসলাম তনয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ এমদাদুল ইলাম ভুট্টো। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেঃ এ এফ এম ফৌচি চৌধুরী ও ক্লাবের আইপিপি এপেঃ তোফায়েল আহমেদ ডালিম। অন্যান্যেও মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন পিপি এপেঃ বাহার উদ্দিন চৌধুরী, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মাহমুদুল হক লিটু, অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, এপেঃ সামাদ আজাদ চঞ্চল, এপেঃ তকলিফুল ইসলাম, এপেঃ প্রভাষক আব্দুল আহাদ সুমন, এপেঃ মিঠুন চক্রবর্তী সহ অনেকেই। উপস্থিত এপেক্সিয়ানরা সবাই মিলে নববর্ষ উদযাপন শেষে দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে মৌলভীবাজার ক্লাবের এপেক্সিয়ানরা। আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শাহীন আহমদ।
এপেক্স ক্লাবের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন:
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে গত রোববার। এ বছর ৬৫তম বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিলো রক্তচাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বে অনুর্ধ্ব ২৫ বছর বয়সের লোকদের অন্তত ৪০ ভাগের কম বেশি উচ্চ রক্তচাপ রয়েছে। এই দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার মাসের বিভিন্ন দিনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রি রক্তচাপ পরীক্ষা করার ব্যবস্থা করেছিলো। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসাধারণ। রক্তচাপ পরীক্ষা শেষে সবার হাতে কিভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় সে সম্বন্ধে একটি নির্দেশিকা দেয়া হয়। এপেক্স ক্লাব মৌলভীবাজারের এই আয়োজনটি সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটি সুন্দরভাবে বিভিন্নভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন প্রেসিডেন্ট এপেঃ শহীদুল ইসলাম তনয়, পিপি এপেঃ এ এফ এম ফৌজি চৌধুরী, আই পি পি এপেঃ তোফায়েল আহমদ ডালিম, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মাহমুদুল হক লিটু, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শাহীন আহমদ, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, এপেঃ সুরমান আহমদ, এপেঃ তকলিফুল ইসলাম, এপেঃ সামাদ আজাদ চঞ্চল, এপেঃ প্রভাষক আব্দুল আহাদ সুমন, এপেঃ মিঠুন চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, গত ২ এপ্রিল এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দ অটিজম শিশুদের সাথে সময় কাটায় এবং তাদেরকে মিষ্টান্ন সহ উপহার সামগ্রী বিতরণ করেন।