মৌলভীবাজারে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম শীর্ষক আলোচনা ও মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি : জেলা স্বাস্থ্য বিভাগ মৌলভীবাজার প্রেসক্লাব ও ব্র্যাক এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ গোলাম রাজ্জাক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হারুন অর রশীদ, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, উপ পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোঃ আব্দুল হান্নান, ডাঃ হেমন্ত কুমার দাস ডাঃ মোঃ নজরুল ইসলাম, আবু নাইম মোঃ সুহেল প্রমূখ। উন্মুক্ত আলোচনায় বক্ত্যব রাখেন সাংবাদিক রজত কান্তি গোস্বামী, দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, মানবজমিন প্রতিনিধি সরওয়ার আহমদ, দিনকাল প্রতিনিধি এম শাহজাহান আহমদ প্রমুখ। সভায় মৌলভীবাজার জেলায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব ও এর নিয়ন্ত্রনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। উক্ত অনুষ্ঠানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।