কুলাউড়ায় শ্রী শ্রী বাসন্তী পূজা সমাপ্ত

কুলাউড়া প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা আর গভীর ভাবগাম্ভীর্যেও মধ্য দিয়ে কুলাউড়ার বিভিন্ন মান্ডপে গত ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল এপ্রিল পর্যন্ত ৫দিন ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্টিত হয়। টিলাগাও ইউনিয়নের তাজপুর গ্রামে শ্রী শ্রী জগন্নাথ জিউর আশ্রমে, আমানীপুরের ষ্টার আধুনিক যুব সংঘ, পৃথিমপাশা ইউনিয়নের মমতাময়ী যুব সংঘ, ব্রাহ্মনবাজার ইউনিয়নের মধ্য হিঙ্গাজিয়া যুব সংঘসহ বিভিন্ন ইউনিয়নে সার্বজনীন ও ব্যাক্তিগতভাবে শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্টিত হয়। অনুষ্টানের মদ্যে ছিলো গীতা পাঠ, চন্ডী পাঠ, লীলা কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা। গত ১৮ ও ১৯ এপ্রিল শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্টানে ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহন করেন কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু অরবিন্দু ঘোষ বিন্দু, বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশ্বজিৎ দাস, অগ্রণী ব্যাংক ভূকশিমইল শাখার ম্যানেজার প্রদীপ কান্ত দত্ত, বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি দেবব্রত দাস বাবলু, শ্রী শ্রী মহাপ্রভূ ও স্মরণউৎসব উদযাপন পরিষদ কুলাউড়া’র সাধারণ সম্পাদক বাবু সুধাংশু মোহন বিশ্বাস, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আব্বাছ, অগ্রনী ব্যাংক সিবিএর সাধারন সম্পাদক সুজিত কুমার দে, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী সাজ্জাদ খান, টিলাগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মালিক, টিলাগাও ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি ডাঃ শৈলেশ চন্দ্র দত্ত, কানুলাল দত্ত, পীযুষ কান্তি দত্ত, কমলা কান্ত ভৌমিক, তপন কান্তি দত্ত, বীরেন্দ্র বৈদ্য, শীকান্ত দে, শ্যামল মলিক এবং বিভিন্ন পূজা মান্ডপের সভাপতি/সম্পাদকবৃন্দ। ধর্মানুষ্টানে বিশ্ব মানবতার কল্যাণে শান্তি কামনা করা হয়। দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরন করা হয়।