কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিনিধি এবং স্থানীয় সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন কমলগঞ্জের নবাগত ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, দৈনিক সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি আব্দুল হান্নান চিনু, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, দৈনিক যুগভেরী প্রতিনিধি বিশ্বজিত রায়, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি এমএ ওয়াহিদ রুলু, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কামরুল হাসান মারুফ, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি প্রমথ পাল পিনাক, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ সম্পাদক শাহীন আহমদ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বস্তরের সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন।