কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের অফিস উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় অতিসম্প্রতি রেলওয়ে শ্রমিকলীগের অফিস উদ্বোধন করা হয়েছে। রেলওয়ে শ্রমিকলীগ নেতা মুক্তিযোদ্ধা গেদু মিয়ার সভাপতিত্বে ও রেলওয়ে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া স্টেশন মাষ্টার মুহিদুর রহমান, লোকো ফোরম্যান এনামুল হক, লোকো ফুয়েল ইনচার্জ দুলাল বাবু, সহকারী স্টেশন মাষ্টার বাবু হরিপদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুল খালেক, রিয়াজ উদ্দিন, আনিছুর রহমান, আব্দুস শহিদ, ফারুক আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি কুলাউড়া রেলওয়ে ঈদগাহ মাঠের নিকটে রেলওয়ে শ্রমিকলীগের অফিস উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে মোনাজাত করেন রেলওয়ে মসজিদের সানি ইমাম হাফিজ মোঃ ইউনুছ। রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি আজম আলী, কার্যকরী সভাপতি অরুন কৃষ্ণ অধিকারী ও সাধারন সম্পাদক আব্দুর রহমান জামাল শ্রমিকলীগের সকল সদস্যেদেরকে এখন থেকে অফিসে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।