প্রধানমন্ত্রীর শোক : আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল, ২০১৩ ৭:০৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৮১ বার পঠিত

সাভারে ভবন ধসের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি উদ্ধারকাজে দ্রুত ব্যবস্থা ও আহতদের যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে জামতলায় অবস্থিত ৮ তলা শপিং কমপ্লেঙ রানা প্লাজা ধসে পড়ে। এ পর্যন্ত ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো ভবনটিতে বহু লোক আটকা পড়েছেন।