সাভারে লাশের ছড়াছড়ি
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল, ২০১৩ ৭:১২ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৩৮ বার পঠিত

সাভারে বহুতল শপিং কমপ্লেঙ ‘রানা প্লাজা’ ধসে পড়ার পর ধংসস্তুপের ভিতর থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে বুধবার সকাল থেকেই। হতাহতদের বেশিরভাগকেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপতালের মর্গে এখন লাশের ছড়াছড়ি।
আহতদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। আশপাশের ক্লিনিকগুলোও আহত রোগীতে ভরে গেছে।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মনিরুজ্জামান জানিয়েছেন, বেলা ১২টা পর্যন্ত এই হাসপাতালের মর্গে তিনি অন্তত ৩০ টি লাশ দেখতে পেয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপপরিচালক ভরত চন্দ্র বিশ্ব জানিয়েছেন, এখান থেকে তাঁর উপস্থিতিতেই ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের বেশিরভাগই নারী।