৫ মে ঢাকা অবরোধ সফল করতে ২৯ এপ্রিল হেফাজতের সমাবেশ
মৌলভীবাজার প্রতিনিধি : ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করতে আগামী ২৯ এপ্রিল মৌলভীবাজারে সম্মেলনের আয়োজন করছে হেফাজতে ইসলাম। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১ টায় মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে হেফাজতের সভাপতি মাও: সৈয়দ মাসউদ আহমদ বলেন, হেফাজতের ১৩ দফা হলো দেশ রড়্গার সনদ। দেশের সংঘাতময় অবস্থা নিরসন ও স্থিতিশীল পরিস্থিতির জন্য ১৩ দফার বিকল্প নেই। আগামী ২৯ এপ্রিল মৌলভীবাজার শাহী ঈদগাহ ময়দানের পাশে সম্মেলন সফল করার জন্য সম্মেলন বাসত্মবায়ন কমিটি গঠন করে ১৫ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া লিখিত বক্তব্যে দেশের সকল সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে উপযুক্ত বিচারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাও: কাজী মাহমুদুল হাসান, মাও: নুরুল মুত্তাকিন জুনায়েদ, শরীফ খালেদ সাইফুল্লাহ, আব্দুল হেকিম, আব্দুল মজিদ খান, অ্যাডভোকেট তারেক আহমদ চৌধুরী, মাও: শাহ মাশুকুর রশীদ প্রমুখ।