সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল, ২০১৩ ৫:৩৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৭৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সাভারে রানা প্লাজা ধসে বহু হতাহতের ঘটনায় সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। তবে ছুটি ঘোষণা করা হয়নি। ফলে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাভারের সেন্টার পয়েন্টে অবস্থিত সাভার বাজার বাসস্ট্যান্ডে এই ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত দেড়শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে।