হেফাজত নেতাকর্মীদের সমবেদনা ও রক্তদান

ডেস্ক রিপোর্ট : সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা, সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের জরুরিভিত্তিতে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর নেতারা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বুধবার বিকালে লালবাগস্থ কার্যালয়ে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে সাভারের ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা ও আহত ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে তারা এ কথা বলেন।
সংগঠনের ঢাকা মহানগর প্রচার সেল প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা কর্মজীবী নারীদের বলতে চাই, আপনারা কারো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে ২৭ এপ্রিল নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও মানুষকে রক্ষার জন্য নফল রোজা রেখে আল্লাহর দরবারে কান্নাকাটি করুন- এ ধরনের কোনো গজব যেন আল্লাহ আমাদের উপর না দেন।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, মহানগর সদস্য সচিব মাওলানা জুনাইদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল হাসানাত আমিনীসহ কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে বিবৃতিতে বলা হয়।
আহতদের সুচিকিৎসার জন্য হেফাজতের নেতাকর্মীরা রক্তদান কর্মসূচিতেও অংশ নিয়েছেন। সাভার এনাম মেডিকেলে হাফেজ হাবিবুর রহমানের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে ঢাকা মেডিকেলে, মাওলানা আব্দুর রব ইউসুফীর নেতৃত্বে পঙ্গু হাসপাতালে, মাওলানা যোবায়ের আহমদের নেতৃত্বে আগারগাঁও সন্ধানীতে শত শত নেতাকর্মী রক্ত দান করেন।