ভবন মালিক ও ৫ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল, ২০১৩ ৫:৩৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫১৭ বার পঠিত

ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ভবন ধসের ঘটনায় ভবনের মালিক স্থানীয় পৌর যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা এবং ভবনে অবস্থিত ৫ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে সাভার থানায় রাজউক ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছে।
বুধবার মধ্যরাতে সাভার থানায় এসব মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন সাভার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান।
ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদর হত্যার অভিযোগে রানা প্লাজার মালিক ও ৫ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সাভার থানা পুলিশ একটি এবং ইমারত আইনে ভবন মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।