বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল, ২০১৩ ৫:৪১ পূর্বাহ্ণ | সংবাদটি ৬০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
এর আগে সকাল ৭টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে বহনকারী গাড়ি রওয়ানা দেয় বলে জানিয়েছে কারাসূত্র।
বুধবার অসুস্থ হয়ে পড়লেও নানা কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে।