হেফাজতে ইসলামের ১৩ দফা বাস্থবায়নের লক্ষে ঢাকা অবরোধ সফল করুন -খেলাফত মজলিস লন্ডন মহানগরী

গত ২২শে এপ্রিল ২০১৩ ইষ্ট লন্ডনস্থ আলহুদা ইসলামিক সেন্টারে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৩ দফা বাস্তবায়ন ও সত্য সাংবাদ জগতের গর্ব আমারদেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রাহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার সভাপতি মাওলানা তায়ীদুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মুফতি আব্দুর রাজ্জাকের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্যের প্রশিক্ষন সম্পাদক মাওলানা শওকত আলী।
আর বক্তব্য রাখেন মহানগর প্রকিক্ষন সম্পাদক মাওলানা জাবির আহমদ, দাওয়া সম্পাদক প্রভাষক মাওলানা হুমায়ুন রশীদ নূরী, হেকনী শাখার সভাপতি মাওলানা হুমায়ুন আহমাদ রাজী, বেথনালগ্রীন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আসাদ আহমাদ, ডেগেনহ্যাম শাখার মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।
মাওলানা শওকত আলী বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি হল ইসলাম রক্ষা এবং দেশের তৌহিদি জনতার গ্রহন যুগ্য ঈমানের দাবি। যদি সরকার এই দাবিকে বাস্তবায়ন না করে, নাস্তিকদের সহযোগিতা করে দেশে কোন অশান্তি সৃষ্টি করে, তবে এর দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তিনি আর বলে সাংবাদিক জগতের আদর্শ আমারদেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রাহমানের উপর কোন ধরনের নির্যাতন না করে দ্রুত তাহাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানান।
সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলাম ও দেশ রক্ষার লংমার্চ করায় দেশের তৌহিদি জনতা, সকারের সকল চক্রান্ত কে পরাজিত করে ঈমান এবং দেশপ্রেমে উজ্জিবীত হয়ে স্বরণ কালের লংমার্চ কে সফল করে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে দেশের গ্রহন যুগ্য দাবিতে পরিনিত করেছেন। সরকার দেশের এই দাবিকে অপব্যাখ্যা না করে তা দ্রুত গ্রহন করার আহবান জানিয়ে বলে, যদি সরকার হেফাজতে ইসলামের আগামী ঢাকা অবরোধ কর্মসুচীতে কোন ধরনের চক্রান্ত করে অশান্তির সৃষ্টি করলে, দেশের জনগন তাদেরকে অবরোধ করে আইনে বন্ধি করবে ইনশাল্লাহ।