ইতালির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন এনরিকো লেটা
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল, ২০১৩ ৫:৫৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০২ বার পঠিত

নাজমুল হোসেন, মিলান ইতালি : ইতালির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এনরিকো লেটা। তিনি বর্তমানে ইতালির বামপন্থি দল ‘ডেমোক্রাটিক পার্টি’র ডেপুটির দায়িত্ব পালন করছেন। এনরিকোর নিয়োগের মাধ্যমে ইতালির সংসদে দুই মাস ধরে চলমান অচলাবস্থার নিরসন হতে যাচ্ছে।
বুধবার এক বিবৃতিতে এনরিকো জানান, ইউরোপে চলমান আর্থিক অচলাবস্থা নিরসন করাই হবে প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রধান লক্ষ্য।
এছাড়া রোমে প্রেসিডেন্টের সঙ্গে একান্ত আলাপ শেষে তিনি জানান, আর্থিক মন্দা কাটাতে ইউরোপের গৃহীত পদক্ষেপগুলা এখন আর যথেষ্ট নয়। তাই এখানে ইতালির অনেক কাজ করার আছে।
৪৬ বছর বয়সী এনরিকো বলেন, ইতালির রাজনীতিকরা জনগণের আস্থা হারিয়েছে। তাই হারানো বিশ্বাস পুনরুদ্ধার করতেও আমাকে কাজ করতে হবে।