বৃটেনের ওয়েলস এসেম্বলীতে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ এসোসিয়েশন

বৃটেন প্রতিনিধি : ওয়েলস এসেম্বলীর হেলেন মিনিস্টার মার্ক ড্রেইক ফরড ও কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে গত ২২ এপ্রল সোমবার সকাল ১১ ঘটিকায় ওয়েলস এসেম্বলীতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
কার্ডিফ বাংলাদেশে এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের ট্রেজারার কাউন্সিলর আলী আহমদ ও সেক্রেটারী মোস্তফা সালেহ লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস এসেম্বলীর ফাস্ট মিনিস্টার রাইট অনারেবল কার ওরেন জনস, এসেম্বলীর স্পীকার রোজ মেরি ব্রাটলার, বার্মিংহামস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার হিজ এক্সে লেন্সি ফয়সল আহমদ, এসেম্বলী মেম্বার জেনী রানবন,কাউন্সিলর দিরওয়ার আলী, ব্যবসায়ী আনা মিয়া, সাংবাদিক মনসুর আহমদ মকিস, হারুন তালুকদার, এম.এ মারিক,শেখ তাহির উল্লাহ, আমিনুর রশীদ, ড: সৈয়দ আ: লতিফ, গোলাম মর্তুজা, আব্দুল লতিফ কয়সর, আশরাফ উদ্দিন চৌধুরী, সেলিম আহমদ, জেসমিন চৌধুরী, খন্দকার আ: ওয়াহিদ সরদার, মুনীরা চৌধুরী মুন্নী প্রমুখ।
অনুষ্ঠানে নবপ্রজন্মের সন্তানেরা বাংলাদেশ ওয়েলসের সঙ্গীত পরিবেশনা করেন। বক্তারা বাংলাদেশের মহান স্বাধীনতার তাৎপর্য্য ও মক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাসহ বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি বর্হিবিশ্বে উপস্থাপন করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।