মৌলভীবাজারে শান্তিপূর্নভাবে হরতাল পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে, মিথ্যামামলা প্রত্যাহার, নির্দলীয় তত্বাবধায়ক সরকার পূর্নবহাল ও সরকারে পদত্যাগের দাবীতে মৌলভীবাজারে স্বতর্স্ফুত হরতাল পালিত হযেছে। এদিকে মৌলভীবাজারে জেলা বিএনপি’র উদ্যোগে বুধবার দুপুরে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সংড়্গিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, জেলা বিএনপি নেতা আব্দুল ওয়ালী সিদ্দীকি, ইউপি চেয়ারম্যান এড. ফারুক আহমদ, এড. শাহীন, মনোয়ার আহমেদ, আদর মিয়া, যুবদল নেতা এমএ মোহিত, শামীম জাফর প্রমূখ। সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে জামাত-শিবিরের নেতা কর্মীরা রাস্তায় পিকেটিং করতে দেখা যায়। শহরের ভিতরে কিছুকিছু রিক্সা-অটোরিক্সা চলাচল করলেও দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে বানিজ্যিক প্রতিষ্ঠান গুলো ছিল বন্ধ। এ দিকে সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বড়হাট, যুগীডর ও শমসেরনগর রোড এলাকায় খন্ড খন্ড ঝটিকা মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, জেলা সভাপতি দেলোওয়ার হোসেন, শহর সেক্রেটারী ফখরম্নল ইসলাম, শহর সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ চৌধুরী, প্রমুখ। এ দিকে সকাল ১১টায় বিএনপির আয়াছ আহমদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের পশ্চিমবাজার চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন মেয়র ফয়জুল করিম ময়ূন, চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, মোয়াজ্জেম হোসেন মাতুক, আয়াছ আহমদ, ভিপি মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলার স্বাগত কিশোর দাস চৌধুর, যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, তপধীর রায় বুরহন, এ এম নিশাত সোহেল আহমদ প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরম্নল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, হত্যা, গুম বন্ধ, নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেয়া সব ক্ষেত্রে ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগের দাবী জানান। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এছাড়াও জেলার সকল উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে।