মৌলভীবাজারে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : আগামী ২৯ এপ্রিল মৌলভীবাজারে শানে রাসূল (সাঃ) মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দরা। এ সময় আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিংশর্ত মুক্তির দাবী করেন হেফাজত ইসলামের নেতারা। গতকাল ২৪ এপ্রিল বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার জেলা হেফাজতে ইসলামীর সভাপতি মাও: সৈয়দ মাসউদ আহমদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, হেফাজতের ১৩ দফা হল দেশ রক্ষার সনদ। দেশের সংঘাতময় অবস্থা নিরসন ও স্থিতিশীল পরিস্থিতির জন্য ১৩ দফার বিকল্প নেই। ১৩ দফা আজ দেশের ১৬ কোটি মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। এ দাবিকে উপেক্ষা করে কেউ বাংলাদেশের মসনদে টিকে থাকতে পারবে না। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আগামী ২৯ এপ্রিল মৌলভীবাজারে শানে রাসূল (সাঃ) মহাসম্মেলন সফল করার জন্য জেলার ধর্মপ্রান মুসলমানদের অংশ গ্রহন করার উদাত্ত আহবান জানান হেফাজতে ইসলামের নেতারা। সংবাদ সম্মেলনে তারা আরো বলেন সকল সাংবাদিক হত্যাকারী ও নির্যাতনকারীদের গ্রেপ্তার করতে হবে এবং আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিংশর্ত মুক্তি দিতে হবে সরকারকে নতুবা এই জেলা থেকেই কঠোর আন্দোলন শুরম্ন করা হবে। তারা আরো বলেন আন্দোলনের সাথে জামায়াত ইসলামী নেই বলে দাবি করে হেফাজত ইসলামীর আন্দোলনে জামায়াত থাকলে তাদের সনাক্ত করে দিতে সরকারের প্রতি চ্যালেঞ্জ জানানো হয়। হেফাজতের আন্দোলন বাধাগ্রস্থ করতেই সরকারের নীতিনির্ধারকরা মিথ্যা বিবৃতি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আমাদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। স্থানীয়ভাবে টাকা সংগ্রহ করে এর মাধ্যমে হেফাজতে ইসলাম তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তারা। এসময় তারা আরো জানান, হেফাজতে ইসলামের আন্দোলন ইসলাম সমপর্কে কটুক্তকারী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওঃ কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক মাওঃ নুরুল মত্তাকিন জুনায়েদ, যুগ্ম সম্পাদক শরীফ খালেদ সাইফুল্যাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, আইন বিষয়ক কর্মকর্তা এড. তারেক আহমদ চৌধুরী, ও প্রধান সমন্বয়কারী মাওঃ শাহ মাশুকুর রশীদ প্রমূখ। এ সময় জেলায় কর্মরত সকল পৃন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।