বস্তাবন্দি করে লাশ নদীতে ফেলার হুমকি : বড়লেখায় বৃটিশ নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছেন

এম. মছব্বির আলী : বড়লেখায় বৃটিশ সিটিজেন বিধবার মামলায় কারাবরনের পর জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে আসামী আবু সাহেদ। মামলা তুলে না নিলে খুন করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার হুমকিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রাবেয়া খানম রশিদ। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। মামলার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গলাসাঙ্গন গ্রামের বৃটিশ সিটিজেন বিধবা রাবেয়া খানম রশিদের মৃত স্বামীর পৈত্রিক ভু-সম্পত্তি নিয়ে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবু সাহেদ ও লোকমান হোসেনের সাথে মামলা মোকদ্দমা চলছিল। এর জের ধরে ২০১২ সালের ৩ এপ্রিল আবু সাহেদ ও লোকমান হোসেন প্রাণনাশের উদ্দেশ্যে রাবেয়া খানম রশিদের উপর হামলা চালায়। এতে ছেলে আবু বক্কর, নাতি আবু তারেকসহ তিনি মারাত্মকভাবে আহত হন। এঘটনায় তিনি থানায় মামলা (মামলা নং-৬৭/১২) করলে আসামীরা হাজত বাস করে। সমপ্রতি আসামীরা আদালত থেকে জামিনে বেরিয়ে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। গত ৭ এপ্রিল প্রধান আসামী আবু সাহেদ প্রাণনাশের উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে বিধবার উপর হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় রাবেয়া খানম রশিদ থানায় মামলা করেন (মামলা নং-২৭৬)।
রাবেয়া খানম রশিদ কান্না জড়িত কন্ঠে জানান, আমার স্বামীর প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি তারা জবর দখল করেছে। উক্ত সম্পত্তি উদ্ধারে আমি মামলা করেছি। আবু সাহেদ প্রকাশ্যে আমাকে হুমকি দিচ্ছে মামলা তুলে না নিলে খুন করে বস্তায় ভরে নদীতে লাশ ফেলে দেবে। এজন্য আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।