নিহতের সংখ্যা বেড়ে ১৭৭

এতো লাশ একসঙ্গে ! এযে লাশের মিছিল। সাভার জুড়েই চলছে আহাজারি আর মতম। বুধবার সকাল থেকে শুরু হয়েছে যে কান্না তা যেন থামছেই না। অনেকের চোখের পানিও শুকিয়ে গেছে।
স্বজন হারাদের আহাজারি ও শোকে স্তব্দ সাভার, হতবিহব্বল গোটা জাতি। এতো লাশের ভার বহন করা কি সম্ভব। এতো লাশ আমরা রাখবো কোথায়।
বৃহস্পতিবার সকালেও ভেতর থেকে কান্নার ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছিল। তবে কান্নার আওয়াজ ক্রমেই কমে আসছে। বৃহস্পতিবার সকাল ১২ টা পর্যন্ত লাশের মিছিলে যুক্ত হয়েছে ১৭৭টি নিথর দেহ। এ সংখ্যা যেন বেড়েই চলেছে।
সকালেও সাভারের রানা প্লাজার কংক্রিটের স্তুপের ভেতরে এখনো মৃত শ্রমিকের দেহাংশ দেখা যাচ্ছে। উদ্ধারকর্মীরা ক্লান্তিহীন গতিতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় এ পর্যন্ত ১৭৭ জনের মৃতদেহ উদ্ধার করা করার পর ১৩৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ৮ তলা ভবনটি ধসে পড়ে। এতে দেড় সহস্রাধিক লোক আহত হন।
ভবনটির তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত গার্মেন্টস এবং নিচের দুটি তলায় মার্কেট ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। মঙ্গলবার ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দেয়ায় ব্যাংকটি তাদের কার্যক্রম গুটিয়ে নেয়।