‘দায়িত্বশীলরা মনগড়া মন্তব্য করে সরকারকে বেকায়দায় ফেলছে’

ডেস্ক রিপোর্ট : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের মন্ত্রী ও দায়িত্বশীর ব্যক্তিরা মনগড়া মন্তব্য করে সরকারকে বেকায়দায় ফেলছেন। তিনি বলেন, যে কোনো ঘটনায় এরা এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে আসল অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য দায়িত্বশীরদের প্রতি আহ্বান জানান তিনি। দোষী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না বলেও তিনি দৃঢ়তা ব্যক্ত করেন।
শুক্রবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গমাতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, গার্মেন্টস সেক্টর আমাদের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরে বার বার দুর্ঘটনা ঘটবে। আর দোষিরা পার পেয়ে যাবে। তা হতে দেয়া যায় না। এতে বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। শ্রীলঙ্কা, চীন চায় না এ দেশের গার্মেন্টস শিল্প উন্নতি করুক। তাই তারাই পরিকল্পিতভাবে এ সেক্টরে দুর্ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাস্তায় ভাংচুর করে, অবরোধ করে সমস্যার সমাধান করা যাবে না। সকলকে ধৈর্য ধরে উদ্ধারকাজে সরকারকে সহযোগিতা করুন।
এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সাভার ট্র্যাজেডি নিয়ে যে মন্তব্য করেছেন তা হাস্যরসাত্মক উক্তি ছাড়া আর কিছু না। এসব কথা প্রত্যাহার করে আসল ঘটনা অনুসন্ধান করুন।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে নাসিম বলেন, এ ঘটনার জন্য ওই কর্মকর্তাও দায়ী। তিনি এখনো চাকরি করছেন কীভাবে। এ ব্যক্তি সরকারি চাকরি করতে পারেন না। যতো দ্রুত সম্ভব তাকে বরখাস্ত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, সাভারের ঘটনা কোনো দুর্ঘটনা নয়। এটি পরিকল্পিত হত্যাকা-। মুনাফার লোভে শ্রমিকদের ডেকে নিয়ে ফাটল ধরা ভবনে জোর করে ঢোকানো হয়েছে।
হেফাজতের ১৩ দফার প্রতিবাদে শনিবার প্রতিবাদী নারী সমাবেশ প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যযুগীয় কায়দায় নারীদের বন্দী করতে হেফাজতের নামে যে দাবি তোলা হয়েছে তাতে ১৪ দলসহ আমাদের সকলের সমর্থন রয়েছে। আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করবো। কিন্তু সাভারের এ মর্মান্তিক ঘটনার পর আপনাদেরকে অনুরোধ করবো সমাবেশ পিছিয়ে নিন।
বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা মোঃ আকরাম হোসেনর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিমসহ অনেকে।