গার্মেন্টেসে একের পর এক দুর্ঘটনায় দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে: অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সাভারের ঘটনায় অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, “গার্মেন্টস একটি গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু, গার্মেন্টেসে একের পর এক দুর্ঘটনায় দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হচ্ছে।”
শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের উঠান বৈঠক সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “আশুলিয়ার তাজরীন ফ্যাশনের ক্ষতি এখনও পুষিয়ে ওঠা যায়নি। এর মধ্যে সাভারে ভবন ধসে গার্মেন্টস খাতের অপূরণীয় ক্ষতি হলো। এ সব ক্ষতি বন্ধ করতে হবে।”
তিনি বলেন, “এটাকে (গার্মেন্টস খাত) এভাবে ধ্বংস করতে দেওয়া যায় না। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আগুন ও ধসের পেছনে শিল্প মালিকদের ব্যর্থতাও রয়েছে।”
অর্থমন্ত্রী বলেন, “দেশে বিল্ডিং কোড ছিল না। এখন হয়েছে। বিল্ডিং কোড অমান্যকরীরদের বিরুদ্ধে কিছু কিছু এনফোর্সমেন্টও শুরু হয়েছে।”
“সাভারে ভবন ধসের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত বিচার আইনে করা যেতে পারে” বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর আগে উঠান বৈঠক সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, “বিশ্বমন্দার এই দুর্দিনেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে। কিন্তু, হরতাল ও সন্ত্রাসের মাধ্যমে দেশের এ ভালো অবস্থানকে ম্লান করে দেওয়া হচ্ছে। হরতাল ও সন্ত্রাস প্রতিরোধ করা সবার জাতীয় দায়িত্ব।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের পরিচালক প্রশান্ত কুমার রায়, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বক্তব্য রাখেন।
এর আগে সকালে অর্থমন্ত্রী তিন কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে সিলেট কালেক্টরেট রেকর্ড রুমের (মহাফেজখানা) ভিত্তিপ্রস্তর ও ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সিলেট সার্কিট হাউসের আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করেন।