মশা মারতে হাতি র্যালি!

জালাল আহমদ : ম্যালেরিয়া দিবস উপলক্ষে ব্র্যাকের সহায়তায় ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ম্যালেরিয়া নির্মূলে মৌলভীবাজারে শুক্রবার দুপুরে আয়োজন করা হয় মশা মারতে হাতি র্যালি। এই র্যালিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির এমপি। তবে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এছাড়া বাহারি অনুষ্ঠান শেষে হাজারখানেক উপস্থিত স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের লোকজনকে দুপুরে বিরিয়ানি খাওয়ানো হয় বলে জানা গেছে। এ নিয়ে শহরজুড়ে সমালোচনার ঝড় বইছে।
ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির বলেন, স্বাস্থ্য সেবার সর্বোচ্চ মান উন্নয়ন শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এ লড়্গ্যে ম্যালেরিয়ার হাত থেকে মানুষকে রক্ষায় সরকার ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ তথা মহাজোটকে ভোট প্রদানে ইঙ্গিত করে বলেন, ভিশন ২০-২১ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার সরকার বার বার দরকার।
আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীনেশ সূত্রধর, ডা. আব্দুল মান্নান প্রমুখ।
অপরদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মৌলভীবাজারে র্যালি, আলোচনা সভা ও সদর উপজেলার সাধুহাটি কমিউনিটি ক্লিনিকে ম্যালেরিয়া নির্মূল কার্যক্রম উদ্বোধন করলেও জেলা আওয়ামীলীগের কোন নেতাকর্মী এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
মন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত না থাকা সম্পর্কে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, সচরাচর মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ কোন ব্যক্তির আগমন উপলড়্গে যেভাবে জেলা পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয় সে ধারাবাহিকতা ম্যালেরিয়া দিবসের কর্মসূচিতে অনুপস্থিত থাকায় তাতে অংশগ্রহণ করিনি।
জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ বলেন, মন্ত্রীর অনুষ্ঠান সম্পর্কে কোন কিছু জানা নেই, অনুষ্ঠানে উপস্থিত থাকবো কেমন করে।
স্বাস্থ্য মেলা পরিদর্শন শেষে দেশ টিভির মৌলভীবাজার প্রতিনিধি প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে চাইলে তিনি দেশ টিভি ও মিডিয়া সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলে উপস্থিত স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি জানান, মন্ত্রীর বক্তব্য নিতে গেলে তিনি বলেন, দেশ টিভি এখানেও আছে ! মিডিয়া কি করতে পারে ? এ ধরণের কথা বলে তিনি সভাস্থলের দিকে চলে যান। এরপর উপস্থিত সাংবাদিকরা ড়্গোভ প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
স্থানীয় সচেতনমহলের অনেকেই বলেন, সাভারে মানুষ খাবার ও ঔষধের জন্য হাহাকার করছে। আর এদিকে মৌলভীবাজারে মশা মারতে হাতি লাগাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।