কমলগঞ্জের ছয়কটু এলাকায় ধলাই নদীর বাঁধ ভাঙ্গন : দ্রুত নির্মাণ কাজ প্রয়োজন

এম. মছব্বির আলী : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কটু গ্রামে ধলাই নদীর পশ্চিম পার ব্যাপক ভাবে ভাঙন দিয়েছে। দ্রুত বাঁধ নির্মাণের জন্য এলাকাবাসী মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবি) তে আবেদন করেছেন। সরজমিন দেখা যায়, ছয়কটু গ্রাম দিয়ে বয়ে যাওয়া ধলাই নদীর পশ্চিম পারে ব্যাপক ভাবে ভাঙন দেয়া দিয়েছে। বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হচ্ছে। ছয়কুট গ্রামের বাবুল বৈদ্য, ইউনুস মিয়া, সোনা মিয়া, মানিক মিয়া, ইসহাক মিয়া, আকবর মিয়া, প্রাণেশ বৈদ্য, সহিদ মিয়া, ছুরত আলী শ্যামেরকোণা গ্রামের লতিফ মিয়া, আব্দুল হাই, সিরাজ মিয়া, দিলারা বেগম, নমিতা রানী বৈদ্য, রত্না রানী বৈদ্যসহ একাধিক লোকজন জানান, দীর্ঘ দিন ধরে ছয়কটু এলাকায় ব্যাপক ভাবে ধলাই নদীর পশ্চিম পারে বাঁধ ভাঙন দিয়েছে। বাঁধ ভাঙনের ফলে ছয়কুট, শ্যামেরকোণা, পূর্ব বড়চেগ, কাঁচারী বাজার, বাসতলা, মাতারকাপন, শিমূলতলা গ্রামবাসী পানি বন্দী অবস্থায় থাকেন এবং বোরো, আউস, শাইলসহ বিভিন্ন শাকসবজি তলিয়ে যায়। দ্রুত বাঁধ মেরামত না হলে ছয়কটু গ্রামের কয়েকটি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে বাঁধ নির্মানের জন্য মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে পাউবি এর উর্ধ্বতন কর্মকর্তারা বাঁধ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে।