মৌলভীবাজারের তিন থানার ওসি বদল : কর্মক্ষেত্রে যোগদান

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া ও বড়লেখা এই তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদল করা হয়েছে। সংশিস্নষ্ট একাধিক সূত্র জানায়, রাজনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হাসানুজ্জামান ২৬ এপ্রিল শুক্রবার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি সিলেট রেঞ্জ, ঢাকা রেঞ্জাধীন ডিএমপি, চট্টগ্রাম রেঞ্জাধীন সিএমপি ও লক্ষ্মীপুর জেলায় পুলিশের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন। তিনি ঢাকা জেলায় বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগে চৌকস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সিআইডি বিভাগ থেকে তিনি জুড়ী থানার ওসি হিসেবে ২০১০ সালের ১৬ মে যোগদান করে চলতি বছরের ১ ফেব্রম্নয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করে রাজনগর থানার ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৯ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে এইচএসসি পাস করে পুলিশ বিভাগে যোগ দেন। বাগেরহাট জেলার সদর থানার নয়াপাড়া গ্রামের প্রবীণ শিক্ষক হানিফ উদ্দিনের ৩ ছেলে ও ৬ মেয়ের মধ্যে বড় ছেলে মোহাম্মদ হাসানুজ্জামান। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি কুলাউড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ ২৬ এপ্রিল শুক্রবার বড়লেখা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। কিশোরগঞ্জ জেলার ওয়াজেদপুর উপজেলার নবুড়িয়া গ্রামের মৃত জমশেদ উদ্দিন আহমেদের পুত্র বড়লেখা থানার নবাগত ওসি সেলিম নেওয়াজ ৮৯ ব্যাচে শিক্ষা জীবন শেষ করেন। পরে সরাসরি এসআই পদে মুন্সীগঞ্জ থানায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে পদোন্নতি পেয়ে তিনি ওসি হিসেবে ফেঞ্চুগঞ্জ থানায় যোগদান করেন। তিনি মানিকগঞ্জ থানাসহ ওই জেলার বিভিন্ন থানায় সফলভাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্রগ্রাম মেট্রোপলিটন থানা, বড়লেখা থানা, রাজনগর থানা ও ২০১২ সালের ১২ সেপ্টেম্বর তিনি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। মাত্র সাড়ে ৮ মাস কুলাউড়ায় দায়িত্ব পালন করে বড়লেখায় বদলি হলেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।
অপরদিকে রাজনগর থানার ওসি (তদন্ত) হিসেবে ২৬ এপ্রিল শুক্রবার দায়িত্বভার গ্রহণ করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান। সিলেটের ওসমানীনগর থানা থেকে ২০১০ সালের ১০ মে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের দায়িত্বভার গ্রহণ করেন। ২০১১ সালের ২ আগস্ট তিনি বড়লেখা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। ওসি কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে পুলিশ একাডেমী থেকে ট্র্রেনিং গ্রহণ করেন। ১৯৯০ সালে বরিশালের ফিরোজপুর থানায় ১ম যোগদান করেন। এরপর তিনি অফিসার ইনচার্জ হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেন। কক্সবাজার, চাঁদপুর, বান্দরবান ছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২০০৩-২০০৪ সনে এবং ২০০৯-২০১০ সনে ২ বার অংশ নেন।