সাভারের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের লাশ বহনকারী একটি অ্যাম্বুলেন্স পাবনা যাওয়ার পথে সিরাজগঞ্জে ট্যাঙ্ক লরির সঙ্গে ধাক্কায় খেয়ে উল্টে গেলে ঘটনাস্থালে ২ পথচারীসহ ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সাভার থেকে লাশ নিয়ে পাবনা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ২ পথচারী ও অ্যাম্বুলেন্সের হেলপার ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার থেকে লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে কাছে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ওপর দাঁড়ানো একটি ট্যাংক লরির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ পথচারী ও হেলপার প্রাণ হারান। এতে আহত ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতাল ও বেড়া স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়।