৯৬ ঘণ্টার পরও প্রাণের স্পন্দন…

ডেস্ক রিপোর্ট : ৯৬ ঘণ্টা পরও সাভারে ধ্বংসস্তূপে পাওয়া যাচ্ছে প্রাণের স্পন্দন। রানা প্লাজার বিধ্বস্ত ভবনের কংক্রিটের স্তূপে এখনো অনেকে জীবিত রায়েছেন।
৯৬ ঘণ্টা পর রবিবার সকালে তৃতীয় তলায় আরো ৯ জনের জীবিত সন্ধান পাওয়া গেছে। সেখানে এখন তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ভবন ধসের পর ৪ দিনে জীবিত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪৩৩ জনকে। এর মধ্যে শনিবার রাত সাড়ে ৩টার দিকে এক মহিলাসহ শনিবার উদ্ধার করা হয়েছে ৩১ জনকে।
এদিকে রবিবার সকাল সোয়া ১০টার পর্যন্ত আরো ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত অধরচন্দ্র স্কুল মাঠে লাশের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮। শনাক্ত করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৩৪৬টি। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৩৬টি ও মিডফোর্ড হাসপাতাল মর্গে আছে আরো ৬টি মরদেহ।