উদ্ধারকাজে যোগ হচ্ছে ভারী যন্ত্রপাতি
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল, ২০১৩ ৫:৩৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৬৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে এখনো যারা জীবিত আছেন তাদের উদ্ধারে এবার ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু করছেন উদ্ধারকর্মীরা।
রোববার বেলা পৌনে ১১টায় ধসে পরা ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে ভোরেই রানা প্লাজার ধ্বংস্তূপের আশপাশ থেকে উদ্ধারকর্মী ছাড়া সবাইকে সরিয়ে দেয়া হয়। হাইড্রলিক ক্রেন ডোজার ও লোডারের মতো ভারী সরঞ্জাম নিয়ে আসা হয় ভবনের সামনের অংশে। ব্রিফিংয়ের আগে উদ্ধাকর্মীদেরও সরিয়ে নেয়া হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধারকাজে অংশ নেয়া বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বৈঠকে ভারী যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।