ইতালিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের জমকালো বর্ষবরণ

মিলান থেকে সংবাদদাতা : বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন লোম্বার্দিয়া ইতালির আয়োজনে জমকালো বর্ষবরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে। শিশু কিশোর ও মহিলাদের অংশগ্রহনে খেলাধুলা,স্থানীয় ও অতিথি শিল্পীদের একক ও দলীয় গান, নৃত্য,কবিতা ও কৌতুক দিয়ে সাজানো হয় এই বৈশাখী অনুষ্টান।
২৭ এপ্রিল শনিবার বিকাল ৩ টায় স্থানীয় হলরুমে আয়োজিত বর্ষবরণ অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তৈব্য রাখেন সংঘটনের সভাপতি অসীম পল গমেজ.বৈশাখী উপলক্ষে প্রকাশিত মাটি ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন খ্রীষ্টান সম্প্রদায়ের প্রবীন ব্যক্তিত্ব ধীরেন্দ্র নাথ বলিয়া।
সুচিত্রা রোজারিও, নিপু ডি ক্রুজ এর প্রানবন্ত যৌথ উপস্থাপনায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো দলীয় গানের মাধ্যমে শুরু হয় বৈশাখের অনুষ্টান.তারপর একেক করে সাংস্কৃতিক অনুষ্টানে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পী অঙ্কিতা,সীমা,রুমনা,নিপা.সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী রঞ্জন,সুচিত্রা,বাপ্পি মাইকেল, তীব্র তপন,সঞ্জয় ও ইতালির রোমে থেকে আগত অতিথি শিল্পী রত্না।
সাংস্কৃতিক অনুষ্টানে আগত দর্শকদের নৃত্য দিয়ে মাতিয়ে রাখেন শিশু শিল্পীরা.এছাড়া সুচিত্রা রোজারিওর গান ছিল মন মাতানো.দর্শকদের অনুরুধে তিনি পরপর ৩ টি গান পরিবেশন করেন। সবশেষে দেশাত্মকবোদক গানের সাথে দলীয় নৃত্য ছিল আকর্ষনীয়.
বর্ষবরণের অনুষ্টানে ইতালির মিলান সহ আশপাশের শহরের খ্রীষ্টান সম্প্রদায়ের অনেক প্রবাসী তাদের পরিবার নিয়ে উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে দর্শক কিছুটা কম হলে ও প্রবাসীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত.প্রবাসের মাটিতে বসবাস করে ও এই রকম একটি অনুষ্টানে বাংলার সংস্কৃতি,বাংলার কৃষ্টি লালন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসীরা।
অনুষ্টানে খেলাধুলায় বিজয়ীদের কে পুরস্কৃত করা হয়,বৈশাখের অনুষ্টানে আগত দর্শকদের জন্য বিভিন্ন রকমারি খাবারের স্টল বসানো হয়।
অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যারা,সংঘটনের সভাপতি অসীম পল গমেজ,সাধারণ সম্পাদিকা নিপা বিবিয়ানা বারই, সংঘটনিক সম্পাদক সজল পালমা,সাংস্কৃতিক সম্পাদিকা সীমা পালমা, সংঘটনের ঋনদান কমিটির প্রেসিডেন্ট রঞ্জন উইলিয়াম কস্তা,ম্যানেজার ডায়না অগ্নেশ গমেজ, সদস্য মুক্তা গমেজ, সংঘটনের উপদেষ্টা সমর রিবেরু, মিল্টন গমেজ, সংকর ক্রুজ ও বাবু কুলেন্তনু।