ইলিয়াছ আলীর সন্ধান দাবীতে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন ও ইলিয়াছ আলীর সন্ধানের দাবীতে বিড়্গোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি ও সহযোগি সংগঠন। গতকাল ২৭ এপ্রিল শনিবার দুপুরে শহিদ মিনার থেকে প্রায় দুই সহস্রাধীক নেতাকর্মী নিয়ে একটি মিছিল শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পশ্চিমবাজার চত্বরে গিয়ে শেষ হয়। এই মিছিল অংশ নেয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস, জিসাস, তরম্নণ দল, মুক্তিযোদ্ধা প্রজন্ম, মহিলাদল। মিছিল শেষে বিএনপি নেতা মোঃ আশিক মোশাররফ এর সভাপতিত্বে ও সরওয়ার মজুমদার ইমন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এম এ মুকিত, বকশি মিছবাহুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক ফয়সল আহমদ, পৌর বিএনপি নেতা সৈয়দ ময়নুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি হেলু মিয়া, সাধারন সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জল, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মমশাদ আহমদ ও সাধারন সম্পাদক আনিছুজ্জামান বায়েছ, যুবদল নেতা নুরুল আলম নোমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জি এম মুক্তাদির রাজু, আনোয়ার হোসেন কামাল, আলীম হোসেন মিরম্ন, সিরাজুল ইসলাম পিরুন প্রমূখ প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, ইলিয়াছ আলীর সন্ধান ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান।