কুলাউড়ার ভাটেরায় ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এর উদ্ধোধন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা ভাটেরা রেলওয়ে ষ্টেশনবাজারে এম বি ইলেকট্রনিক্স ওয়ালটন শো-রুমে গত ২২ এপ্রিল সোমবার বিকাল ৪টায় ডাচ্-বাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং এর শাখা উদ্ধোধন করা হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্টানে সভাপত্বিত করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইন্তাজ আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ভাটেরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ মিয়া তালুকদার, ডি বি বি কুলাউড়া ম্যানেজার মোঃ নাজিম উদ্দিন, ষ্টেশনবাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম তালুকদার, ষ্টেশনবাজার জামে মসজিদের ইমাম হাফিজ একরামূল হক, তুলাপুর জামে মসজিদের ইমাম মাওঃ ফয়জুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট মুরব্বি হাজী রকিব আলী, মিজান ইলেকট্রটিক এন্ড ইলেকট্রনিক্স এর প্রোঃ মোঃ মজির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মিয়া সিদ্দিকী, ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংক এর পরিবেশক শেখ বদরুল ইসলাম সিদ্দিকী, ওয়ালটন-ডিলার এম বি ইলেকট্রনিক্স এর পরিচালক শেখ মোঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, সিলেট মহানগর তালামিযের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ সামাদ আজাদ, কুলাউড়া উপজেলা তালামীযের অর্থ সম্পাদক রাশেদ আহমদ সিদ্দিকী, ভাটেরা ইউনিয়ন তালামীযের সভাপতি মোঃ বদরুল আমিন, এছাড়া উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, মোঃ শাহাজান মিয়া প্রমূখ। আলোচনা শেষে ফিতা কেটে ডাচ্-বাংলা ব্যাংক- মোবাইল ব্যাংকিং এর উদ্ভোধন করা হয় এবং মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।