অবশেষে বেনাপোল থেকে সোহেল রানা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:: অবশেষে সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যশোরের বেনাপোল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে রোববার বিকেল সোয়া ৫টায় র্যাবের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। রানা ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার সোহেল রানাকে ধরতে নিষ্ফল অভিযান চালিয়েছে র্যাব-পুলিশের একটি দল। বেলা সোয়া ১১টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, রানা খুলনায় পলাতক আছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-পুলিশের একটি দল খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৮ নম্বর সড়কে জনৈক মোস্তফা মল্লিকের ১৩৯-এ ও ১৩৯-বি নম্বর বাড়িতে অভিযান চালায়। পৌনে এক ঘণ্টা ধরে ওই দুটি বাড়িতে অভিযান চালিয়ে সোহেল রানাকে খুঁজে পাওয়া যায়নি।
ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় এখন পর্যন্ত তিন শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটির মালিক রানাকে ধরতে নির্দেশ দেন।