ইতালির নতুন জোট সরকারের শপথ গ্রহণ

নাজমুল হোসেন, মিলান ইতালি : ইতালির নতুন জোট সরকার শপথ গ্রহণ করেছে। রোববার রাজধানী রোমে প্রেসিডেন্ট প্রাসাদে ডেমোক্রেটিক পার্টির উপনেতা এনরিকো লেটা জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রেসিডেন্ট প্রাসাদে নতুন ২১ মন্ত্রী শপথ নেন।জোট সরকারে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দল পিপল অব ফ্রিডম পার্টি (পিপিএল) রয়েছে।ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কম বয়সী লেটা সোমবার পার্লামেন্টের অধিবেশনে তার কর্মসূচি উত্থাপন করবেন।
অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠার চেষ্টা চালাবেন ৪৬ বছর বয়সী লেটা। ১১ দশমিক ৬ শতাংশ বেকারত্বকে কমিয়ে অর্থনীতিতে গতি আনারও চেষ্টা করবেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ইতালিতে সাধারণ নির্বাচন হয় । কিন্তু কোনো দলই সংখ্যা গরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ইতালির ডানপন্থি ও বামপন্থি দলের মধ্যে ‘মহাজোট’ অপ্রত্যাশিত। স্বস্তিতে এ জোট সরকার কাজ করতে পারবে না বলে আশঙ্কা অনেকের।
বালুসকোনি জানিয়েছেন, তিনি মন্ত্রী হবেন না। তবে তার দলের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানের ব্যাপারে আগ্রহী সে। পিডিএল-এর সেক্রেটারি ও বালুর্সকোনির ঘনিষ্ট ব্যক্তি অ্যাঞ্জেলিনো আলফানোকে নতুন সরকাকরে উপপ্রধানমন্ত্রী করা হয়েছে।
দুই মাস ধরে যে রাজনৈতিক স্থরিতার সৃষ্টি হয়েছিল তা কেটে যাওয়ার ইঙ্গিত জোট সরকারের শপথ গ্রহণ।এদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর বাইরে দায়িত্ব পালনের সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। একজনের ঘাড়ে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।