ইসলাম ও দেশ রক্ষার দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি : আল্লামা শাহ্ আহমদ শফি সম্পর্কে কটুক্তির প্রতিবাদে এবং নাস্তিক ব্লগারদের ফাঁসি ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তি এবং পত্রিকার প্রেস খুলে দেওয়ার দাবিতে ইসলাম ও দেশ রক্ষা আন্দোলন মৌলভীবাজারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাসিক হেফাজতে ইসলাম পত্রিকার সহকারী সম্পাদক মাও: হাফিজ নাজমুল হক, রাহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাও: হাফিজ হিফজুর রহমান হেলাল, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা সেক্রেটারী মাও: হাফিজ আব্দুল বাছিত, জামেয়া দ্বীনিয়া’র শিক্ষক মাও: ইকবাল হোসাইন কয়ছর, দারুল উলূম মাদ্রাসার মুহাদ্দিস মাও: সাইফুল ইসলাম, বরুণা মাদ্রাসার শিড়্গক মাও: হাফিজ মিসবাহ উদ্দিন জুবায়ের, মাও: সৈয়দ সাইফুর রহমান, মাও: ইসলাম উদ্দিন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, আল্লামা আহমদ শফি সম্পর্কে যারা কটুক্তি করে তারা ইতিহাসে মুনাফিক হিসেবে অভিহিত হয়ে থাকবে। হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবি সরকার অবিলম্বে মেনে না নিলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে ঘোষিত ৫ দফা দাবিগুলো ছিল-নাস্তিক ব্লগারদের ফাঁসি ও ইসলাম অবমাননাকারীদের শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশ করতে হবে। অবিলম্বে মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দিতে হবে। সাভারে গণহত্যার নায়কদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হতাহতদের ড়্গতিপূরণ এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবি মানতে হবে। মানববন্ধন শেষে সাভার ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত হয়।