কমলগঞ্জে তক্ষকসহ একই পরিবারের ৩ জন আটক
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যপ্রাণী তক্ষকসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। বন্যপ্রাণী আটকের অপরাধে আটককৃতদের ৫ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করেন কমলগঞ্জের ইউএনও। পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুর গ্রামে সিএনজি চালক জালাল মিয়ার বাড়িতে বন্যপ্রাণী তক্ষক বিক্রিকিনি করছিল একটি চক্র। তক্ষক বিক্রির গোপন সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক চম্পক ধাম-এর নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার করেন। এ সময় পুলিশ বাড়ির মালিক জালাল মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম ও পুত্র সেলিম মিয়াকে আটক করেন। পরে কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ আটককৃতদের কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট হাজির করলে ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে তারা অঙ্গিকার করলে ইউএনও তাদের পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেন। পরে উদ্ধার হওয়া তক্ষক দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়।