রানা ও গার্মেন্টস মালিকদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় গ্রেফতারকৃত ভবন মালিক এবং ভবনটিতে অবস্থিত ৫ গার্মেন্টস মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ছাড়া ভবন ধসের ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নির্ধারণে কমিটি গঠনেরও নির্দেশ দেন হাইকোর্ট।
মঙ্গলবার সকালে বিচারপতি খুরশিদ আলম ও মির্জা হোসেন হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে এই আদেশ দেন।
হাইকোর্ট ক্ষতিপূরণ নির্ধারণে কমিটি গঠন করতে ঢাকার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিজিএমইএর প্রতিনিধি, স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয় এবং ৫ গার্মেন্টস মালিকদের নির্দেশ দেন। পাশাপাশি ভবন মালিক সোহেল রানা ও ৫ গার্মেন্টস মালিকের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়।
এ ছাড়া সোহেল রানা এবং ৫ গার্মেন্টস মালিকদের সম্পত্তি যেন হস্তান্তর ও ডিগ্রি না করা হয় এ জন্য ঢাকার ভূমি রেজিস্ট্রারকেও নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে হাইকোর্টের নির্দেশে গ্রেফতারকৃত ভবন মালিক সোহেল রানা এবং ভবনটিতে অবস্থিত কারখানার ৪ গার্মেন্টস মালিক আমিনুল ইসলাম, মাসুদুর রহমান, বজলুল সামাদ আদনান ও আনিসুর রহমান আনিসকে হাইকোর্টে আনা হয়। এ ছাড়া সকাল ১০টার দিকে হাইকোর্টে উপস্থিত হন সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন সরদার, সাভার শিল্প থানার ওসি জামান এবং শিল্প পুলিশের ডিআইজি আবদুস সালাম।
ভবন ধসের ঘটনার পরদিন বৃহস্পতিবার রানা প্লাজার ভবন মালিক এবং ভবনটিতে অবস্থিত গার্মেন্টস কারখানার মালিকদের ৩০ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একই বেঞ্চ।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ৮ তলা শপিং কমপ্লেঙ রানা প্লাজা ধসে বহু হতাহতের ঘটনা ঘটে। ভবনটির ১ ও ২ তলায় মার্কেট, ৩ তলার সামনে অংশে ব্র্যাক ব্যাংকের একটি শাখা এবং ৩ থেকে ৮ তলা পর্যন্ত মোট ৫টি গার্মেন্টস কারখানা ছিল। ধসের আগের দিন এই ভবনটিতে ফাটল দেখা দেয়।