মে দিবসে আ.লীগের অঙ্গসংগঠনের শোভাযাত্রা

মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা বের করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন। এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে- বিদ্যুৎ বিভাগ শ্রমিক লীগ, টিএন্ডটি শ্রমিক লীগ, ঘাট শ্রমিক লীগ, ব্যাংক কর্মচারী শ্রমিক লীগ, বিআরটিসি শ্রমিক লীগ, সরকারি কর্মকর্তা-কর্মচারী শ্রমিক লীগ।
আজ বুধবার সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে ঢাকা বিভাগ শ্রমিক লীগ। শোভাযাত্রাটি পুরানা পল্টন হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় শ্রমিক লীগ বিআরটিসি ভবন থেকে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পুরানা পল্টন হয়ে প্রেসক্লাব ও দৈনিক বাংলা হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক পোশাক শ্রমিক এতে উপস্থিত ছিলেন।