সাভারে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে ৩ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ১ মে, ২০১৩ ৬:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৮ বার পঠিত

সাভারে বহুতল ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মঙ্গলবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন কোটির বেশি টাকা দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তরে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আড়াই কোটি টাকার চেক তুলে দেন।
এছাড়া ফারইস্ট ইসলামিক লাইফ ইন্সুরেন্স কোম্পানি ২৫ লাখ টাকা, বাগেরহাট সি ফুড ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ২৫ লাখ টাকা এবং ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশন দুই লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছে।