সাভারে ক্ষতিগ্রস্তদের জন্য ১ মাসের বেতন দেবেন বনমন্ত্রী

সাভারে বহুতল ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মাসের বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। এছাড়া পরিবেশ ও বনমন্ত্রণালয় এবং এর অধীনের সব অধিদপ্তরের কর্মকর্তারা তাদের একদিনের বেতনের টাকা সাভারে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দেবেন।
মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নয়তলা ভবন রানা প্লাজা ধসের ঘটনায় এখন পর্যন্ত প্রায় চারশ’ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।
এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে আসছেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে ৩৬ কোটি টাকার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রকল্পের মাধ্যমে এ সহায়তা দেয়া হবে বলে বাংলাদেশে নিযুক্ত ইউএসএআইডি’র মিশন পরিচালক রিচার্ড গ্রিন জানিয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে এ প্রকল্পের বিভিন্ন বিষয় অবহিত করেন রিচার্ড গ্রিন।
তিন বছর মেয়াদি এ প্রকল্পের আর্থিক সহায়তাচুক্তি আগামী মে মাসের মধ্যেই স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পরই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
এ প্রকল্পের মাধ্যমে পরিবেশ এবং বন মন্ত্রণালয়সহ এর অধীনের দপ্তরগুলোর কর্মকর্তা- কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহিষ্ণু বনজসম্পদ বৃদ্ধির জন্য কার্যকর ও সমন্বিত গবেষণা পরিচালনা করা হবে।