সাভারের শ্রমিক হত্যাকারীদের ফাঁসির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১ মে, ২০১৩ ৭:০৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৩৫ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : শোষিত বঞ্চিত ও মজলুম মানবতার পাশে দাঁড়ান এই শ্লোগান নিয়ে সাভারের শ্রমিক হত্যাকারীদের ফাঁসির দাবীতে মৌলভীবাজার শ্রমিক মজলিসের ব্যানারে এক মানববন্ধন অনুষ্টিত হয়। গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে শ্রমিক মজলিসের জেলা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সৈয়দ তালহা আহমদ, সৈয়দ সাইফুর রহমান, জিয়া উদ্দিন ইউসূফ, আবিদুর রহমান, ইকবাল হোসেন ও ফারুক আহমদ প্রমূখ। বক্তরা বলেন, বর্তমান সরকার যদি শ্রমিক হত্যাকারীদের ফাসিঁ না দেয় এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে তাহলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।